দেশের ব্যস্ততম ব্যান্ড ‘অ্যাশেজ’, এটা কম-বেশি সবারই জানা। দেশজুড়ে সারা বছরই তাদের কনসার্ট লেগে থাকে। তবে এবার যা ঘটছে, সেটা তাদের জন্যও অভাবনীয়। কারণ এমনটা স্মরণকালে অন্য কারো ক্ষেত্রে যেমন ঘটেনি, ‘অ্যাশেজ’-এর ক্ষেত্রেও না।
২৩ অক্টোবর গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে ‘অ্যাশেজ’-এর এই যাত্রা। এরপর যথাক্রমে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, গাইবান্ধা, পাবনা ও রাজশাহীতে সম্পন্ন হয়েছে শো। এর মধ্যে কুড়িগ্রামেও একটি কনসার্টের কথা ছিল, তবে কোনো কারণে সেটা বাতিল হয়ে গেছে। এ মাসেরও প্রায় পুরো শিডিউল চূড়ান্ত ব্যান্ডটির।
ইভান জানান, ঢাকা, বগুড়া, চট্টগ্রাম, টাঙ্গাইল, গাজীপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ আরো কিছু জেলায় কনসার্ট করবেন তাঁরা। তবে কনসার্টগুলোর তারিখ এবং ভেন্যু জানাতে রয়েছে বারণ। কেন?
সে বিষয়ে ইভান বলেন, “দেখুন দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন, তা সবাই জানেন। আর কনসার্টের ক্ষেত্রে ঝুঁকি তো আরো বেশি।
বিভিন্ন জায়গায় কনসার্ট বাতিল ও বন্ধের ঘটনা দেখেছি আমরা। এ জন্য আয়োজকদের সঙ্গে একমত হয়ে আমরা তারিখ ও ভেন্যুর তথ্য জানাচ্ছি না। তা ছাড়া ‘অ্যাশেজ’-এর কনসার্টে বরাবরই প্রত্যাশার চেয়ে বেশি মানুষের সমাগম হয়। সেটা নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকা জরুরি। তাই সবদিক বিবেচনা করেই আমরা তথ্যগুলো গোপন রাখছি।”
এদিকে টানা কনসার্টের কারণে রীতিমতো ঘরছাড়া হয়ে গেছেন ‘অ্যাশেজ’ সদস্যরা। কেবল এক জেলা থেকে অন্য জেলায় ছুটতে হচ্ছে তাঁদের।
ইভান বলেন, ‘এটা একেবারে ব্যতিক্রম অভিজ্ঞতা হচ্ছে আমাদের। এর আগে আমরা মাসে ১২টা পর্যন্ত শো করেছি। কিন্তু তখন হয়তো ঢাকাতেই ছিল পাঁচটি শো। তবে এক মাসে ১৮ জেলায় কনসার্ট, সেটা আমাদের জন্যও অনেক চ্যালেঞ্জের। কারণ প্রত্যেক জেলায় এয়ারপোর্ট নেই, চাইলেও ফ্লাইটে করে যাওয়া সম্ভব হয় না। আজ এক জেলায় করে পরের দিন আরেক জেলায় যাওয়া, নতুন আরেকটা হোটেল, নতুন পরিবেশ-বিরামহীন এক সফরের মধ্যে আছি। এমনও হচ্ছে, হোটেলে ঘুমানোর সময়টুকুও পাচ্ছি না; গাড়িতে ঘুমাতে হচ্ছে। এত ধকল সহ্য করে আবার স্টেজে গিয়ে ঠিকই পারফর্ম করতে হচ্ছে। এখন আবার শীত পড়তে শুরু করেছে, গলা ঠিক রাখাও একটা চ্যালেঞ্জ। শারীরিকভাবে সুস্থ থাকা, খাদ্যাভ্যাস ঠিক রাখা; সব মিলিয়ে এটা একটা দুর্দান্ত জার্নি, আবার বড় চ্যালেঞ্জও।’
তিনি জানান, এত এত প্রতিকূলতা পেরিয়ে যখন স্টেজে হাজির হন, উপস্থিত শ্রোতাদের সঙ্গে গলা মেলান, তখন সব কষ্টই যেন সুরের সঙ্গে হাওয়ায় মিলিয়ে যায়।
এদিকে জুলাই মাসেই কানাডায় মিউজিক ট্যুর সেরে এসেছে ‘অ্যাশেজ’। দেশটির পাঁচটি শহরে কনসার্ট করেছে ব্যান্ডটি। এর আগে ইউরোপেও দিয়েছিল ট্যুর। নতুন বছরেও ফের ইউরোপে যাবেন ইভান ও তাঁর সতীর্থরা।
বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেন-জুনায়েদ ইভান [ভোকাল, গীতিকার ও সুরকার], সুলতান রাফসান খান [গিটার], ওয়াহিদ উজ জামান তূর্য [বেজ গিটার], আদনান বিন জামান [কিবোর্ড] ও তৌফিক আহমেদ বিজয় [ড্রামস]।
কনসার্টের ফাঁকে নতুন গানের কাজও জারি রেখেছেন তাঁরা। এ বছরই প্রকাশিত হবে তাঁদের ‘বিভ্রম’ অ্যালবামের নতুন গান ‘আবেগের বাড়াবাড়ি’।
টিএম/টিএ