চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, বিএনপির চেয়ারম্যান নামে আলাদা কোনো গ্রুপ আর থাকবে না। আজ থেকে আমাদের গ্রুপের নাম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ।
তিনি বলেন, আমরা ধানের শীষের গ্রুপ। মনোনয়ন অনেকেই চেয়েছেন, তারা সবাই আমাদের সতীর্থ। তাদের প্রতি আমার ভালোবাসা। সকল মান-অভিমান ভুলে আমরা ধানের শীষের লোক হিসেবে ঐক্যবদ্ধ থেকে কাজ করবো। আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল- আজকের পর থেকে সেটি নেই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করে এই নির্বাচনে মীরসরাই আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেব।
বুধবার (৫ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ২০১৮ সালেও আমার দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছিল। ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা আমাদের ওপর নির্যাতন চালিয়ে নির্বাচন করতে দেয়নি। আল্লাহর দরবারে শুকরিয়া, আমাকে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করি- দুনিয়া ও আখিরাতের কল্যাণে যেন এই নির্বাচনে বিজয় লাভ করি। আমি জনগণের কাছে, নেতাকর্মীদের কাছে এই দোয়া চাই।
টিএম/টিএ