আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন শিল্পপতি, লেখক ও সমাজসেবক কাজী এনায়েত উল্লাহ। তিনি অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইবিএ) এর মহাসচিব এবং ফ্রান্সপ্রবাসী একজন বাংলাদেশি।
কাজী এনায়েত উল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং প্রয়াত চেয়ারম্যানের ভাগ্নে।
প্রবাসে অবস্থান করেও কাজী এনায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন।
ঢাকা-১৭ আসনটি ঢাকা মহানগরের অধীন গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচন করতে পারেন। এ ছাড়া জামায়াতে ইসলামী, এনসিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রবাসী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজী এনায়েত উল্লাহর দীর্ঘ অভিজ্ঞতা, মানবিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক নেতৃত্ব তাকে এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
আইকে/এসএন