সংগীত জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর কণ্ঠের জাদু যেমন শ্রোতাদের মুগ্ধ করে, তেমনি ব্যক্তিত্বের তেজও আলাদা করে চিনিয়ে দেয় তাঁকে। সম্প্রতি এক মন্তব্যে সেই আত্মবিশ্বাসী সত্তারই প্রকাশ ঘটিয়েছেন গায়ক।
জুবিন গর্গ বলেন, “মানুষ আমাকে খুব ভালবাসে, কারণ আমি সবসময় বিদ্রোহী। আর আমি সরসভাবে কথা বলি।” তাঁর এই অকপট স্বীকারোক্তিতে যেন ফুটে উঠল সেই মুক্তচেতা মন, যিনি কখনো নিয়মে বাঁধা পড়তে চান না।
জুবিনের ভক্তরা জানেন, তিনি শুধু গায়ক নন— এক প্রজন্মের আবেগের প্রতীক। নিজের গান, চিন্তা আর জীবনধারায় সবসময়ই বিদ্রোহ আর স্বাধীনতার ছাপ রেখে চলেছেন তিনি।
সোজাসাপ্টা কথন, নিঃসংকোচ প্রকাশভঙ্গি আর প্রাণবন্ত উপস্থিতি— এই তিন গুণেই গড়ে উঠেছে জুবিন গর্গের সেই অদম্য জনপ্রিয়তা, যা সময়ের সীমানা পেরিয়ে আজও অটুট।
এসএন