ওই ব্যক্তি অন্যান্য আরও নারীকে হয়রানি করেছে, এমনটা জানতে পারার পর প্রেসিডেন্ট শেনবাউম তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে।
মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম রাজধানী মেক্সিকো সিটিতে জনসমক্ষে হয়রানির শিকার হয়েছেন।
মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার সময় এক ব্যক্তি তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সড়কে সাধারণ মানুষজনের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন শেনবাউম। এমন সময় এক মদ্যপ ব্যক্তি পেছন থেকে এক ব্যক্তি এসে তাঁর কাঁধে এক হাত রাখেন। আর অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। শেনবাউমের ঘাড়ে চুমু দেওয়ার চেষ্টাও করেন তিনি। পুরো ঘটনা শেষে শেনবাউমকে কষ্ট করে হেসে বলতে শোনা যায়: 'চিন্তা করবেন না।' তবে এই ঘটনার পর বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট শেনবাউম জানান, ওই ব্যক্তি অন্যান্য আরও নারীকে হয়রানি করেছেন—এমনটা জানতে পারার পর তিনি তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'একজন নারী হিসেবে আমি যা অনুভব করেছি, আমাদের দেশের সব নারীদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। যদি আমি অভিযোগ দায়ের না করি, তাহলে মেক্সিকোর অন্য নারীদের কী হবে? তারা যদি প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে, তাহলে আমাদের দেশের অন্য নারীদের কী অবস্থা হবে?'
এই ঘটনাটি শেনবাউমের সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে, কারণ ভিডিওতে তার নিরাপত্তা দলকে দ্রুত হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
প্রেসিডেন্ট বলেন, তার সরকার পর্যালোচনা করে দেখবে যে, অভিযুক্ত ব্যক্তির এমন আচরণ 'ফৌজদারি অপরাধ' হিসেবে গণ্য হয় কি না। মেক্সিকোয় মোট ৩২টি ফেডারেল এলাকার সব এলাকাতে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় না।
গত বছর মেক্সিকোর ২৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ক্লদিয়া শেনবাউম।
ঘটনাটির সময় প্রেসিডেন্ট দ্রুত তাকে সরিয়ে দেন, এরপর নিরাপত্তারক্ষী এসে পরিস্থিতি সামাল দেন।
ইউটি/টিএ