মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী নেত্রী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট নেত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হলে তিনি আর পুনর্নির্বাচনে অংশ নেবেন না।
৮৫ বছর বয়সি পেলোসি ছিলেন মার্কিন ইতিহাসের প্রথম নারী স্পিকার। তিনি ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবন শেষে মার্কিন রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটাচ্ছেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ইতিহাস গড়েছি, অগ্রগতি অর্জন করেছি। এখন আমাদের গণতন্ত্রকে শক্তিশালী রাখতে সক্রিয় থাকতে হবে।’
১৯৮৭ সালে সান ফ্রান্সিসকো থেকে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হন ন্যান্সি পেলোসি। ২০০৭ সালে প্রথমবার নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আবারও সেই দায়িত্ব পালন করেন। স্পিকার পদটি মার্কিন সংবিধানে উল্লেখিত একমাত্র কংগ্রেসীয় পদ, যা ভাইস প্রেসিডেন্টের পর প্রেসিডেন্টের উত্তরাধিকারের কাতারে দ্বিতীয় স্থানে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে পেলোসি বিভিন্ন প্রেসিডেন্টের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইন পাসে, জো বাইডেনের অবকাঠামো ও জলবায়ু সংক্রান্ত বিল অনুমোদনে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় তিনি কট্টরবিরোধী অবস্থান নেন এবং ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেন।
স্পিকার পদ থেকে সরে গেলেও পেলোসি বরাবরই রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। সম্প্রতি তিনি ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কয়েকটি আসন জয়ের সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে।
সূত্র- বিবিসি
আরপি/টিএ