বাংলা ধারাবাহিকের ভিত্তি পার্শ্বচরিত্র : সুব্রত গুহরায়
মোজো ডেস্ক 09:58AM, Nov 07, 2025
বাংলা টেলিভিশনের ধারাবাহিক নিয়ে কথা বললেন সুপরিচিত অভিনেতা সুব্রত গুহরায়। তিনি উল্লেখ করেছেন, ধারাবাহিকগুলোর কাহিনি কেবল প্রধান চরিত্রের ওপর নয়, বরং পার্শ্বচরিত্রগুলোকেও সমান গুরুত্ব দেয়।
সুব্রত বলেন, “স্বীকার করতেই হবে বাংলা ধারাবাহিক দাঁড়িয়ে রয়েছে পার্শ্বচরিত্রের উপর। বাবা, কাকা, দাদা, মা, মাসিমা, শাশুড়ি বা খলনায়কের উপর।” তাঁর মতে, এই পার্শ্বচরিত্রগুলো গল্পের ধারাকে মজবুত করে, প্রধান চরিত্রকে আরও প্রাসঙ্গিক ও প্রাণবন্ত করে তোলে।
অভিনেতার এই মন্তব্য দর্শক ও নির্মাতাদের জন্যও এক গুরুত্বপূর্ণ উপলব্ধি। পার্শ্বচরিত্রের শক্তি ছাড়া ধারাবাহিকের সম্পূর্ণতা অসম্পূর্ণ থেকে যায়।