লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়ে ১৫টি দোকান ছাই হয়ে গেছে।
শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করছেন, প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে গত অক্টোবরে এক সাপ্তাহের ব্যবধানে উপজেলার আরো ৩টি বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে যায়।
টিএম/এসএন