নতুন প্রজন্মের অভিনেতা শোলাঙ্কি রায় সম্প্রতি প্রেম ও তার উপলব্ধি নিয়ে মজাদার এক মন্তব্য করেছেন। তিনি স্মরণ করলেন, “আমার এক পাতানো বউদি বলেছিল, ‘তিরিশে না পড়লে প্রেম কী জিনিস বুঝবি না!’ আমরা তখন পাত্তাই দিইনি, এখন বুঝতে পেরেছি শি ওয়াজ সো রাইট!”
এই মন্তব্যে প্রেমকে জীবনের এক বাস্তব এবং সময়সাপেক্ষ অনুভূতি হিসেবে দেখানো হয়েছে। শোলাঙ্কি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে মনে করিয়েছেন যে, প্রেম কেবলই অনুভূতির বিষয় নয়, বরং জীবনের এক পর্যায়ে এসে তার আসল অর্থ বোঝা যায়। ভক্তরা এই উক্তিকে হাসি-খুশি ও মজার ধাঁচে গ্রহণ করেছেন এবং অভিনয় জগতে তার সততা ও সরল ভাবনা প্রশংসিত হয়েছে।