বলিউডের প্রতিভাবান অভিনেত্রী রাশি খান্না এবার আসছেন এক ভিন্ন মাত্রার চরিত্রে, ‘১২০ বাহাদুর’ ছবিতে। এখানে তিনি অভিনয় করছেন এক সেনা অফিসারের স্ত্রী হিসেবে, যার জীবনে মিশে আছে ভালোবাসা, আতঙ্ক আর অদম্য সাহসের গল্প। তাঁর বিপরীতে রয়েছেন ফারহান আখতার, আর পরিচালনায় রজনীশ ঘোষ।
চলচ্চিত্রটির সংগীত উন্মোচন অনুষ্ঠানে আবেগভরে রাশি বলেন, “একজন সেনা অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করা নিজেই এক চ্যালেঞ্জ। প্রতিটি দৃশ্যে এতটা গভীরতা ছিল যে, অনেক সময় নিজেকে সামলানোই কঠিন হয়ে পড়েছিল। ছবিতে এক ধরনের হারানোর আশঙ্কা লুকিয়ে আছে সবসময়, কারণ সেনা পরিবারের জীবনে সেই ভয়টাই চিরসঙ্গী।”
রাশি আরও জানান, ফারহান আখতার ছিলেন তাঁর সবচেয়ে বড় সহায়ক। তিনি সহ-অভিনেতা হিসেবে পুরো টিমকে উজ্জীবিত করেছেন, আর পরিচালক রজনীশ ঘোষকে রাশি অভিহিত করেছেন “আমাদের জাহাজের অধিনায়ক” হিসেবে।
‘১২০ বাহাদুর’ কেবল যুদ্ধক্ষেত্রের বীরত্বগাথা নয়, বরং সেই অদৃশ্য সংগ্রামের গল্প, যা সেনা সদস্যদের পেছনে থাকা স্ত্রীরা প্রতিদিন লড়ে যান নীরবে। তাদের ভালোবাসা, অপেক্ষা আর অনিশ্চয়তার ভেতরেও যে অবিচল সাহস রয়েছে, সেটিই তুলে ধরবে এই চলচ্চিত্র।
হিন্দি, তামিল ও তেলেগু—তিন ভাষায়ই সফল রাশি খান্না বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন তাঁর আসন্ন প্রজেক্ট ‘ফারজি’ সিজন ২, ‘উস্তাদ ভাগৎ সিং’ ও ‘তালাখোঁ মে এক’-এর জন্য। তবে অনেকেরই মতে, ‘১২০ বাহাদুর’ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের অন্যতম সংবেদনশীল ও স্মরণীয় কাজ।
এসএন