অন্যতম জনপ্রিয় অভিনেতা জিতু কামাল বরাবরই নিজের চিন্তাশীল বক্তব্য ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গির জন্য প্রশংসিত। পর্দার বাইরে তিনি কেবল অভিনেতা নন, একজন ভাবুক মানুষও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত অথচ গভীর বার্তায় তিনি লিখেছেন, ‘যে অন্যের ক্ষতি করে না, সে ভালো মানুষ; যে নিজের ক্ষতি করে না, সে সুন্দর মানুষ; যে অন্যের ক্ষতি দেখে, মানুষটির রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ে, সে সত্যিকারের মানুষ।’
এই কয়েকটি পংক্তিতে যেন মানবতার সারমর্ম ধরা দিয়েছে। জিতুর কথায় বোঝা যায়, তিনি বিশ্বাস করেন, ভালো থাকা মানে কেবল নিজের বা অন্যের প্রতি নিষ্ক্রিয় সদাচার নয়—বরং সক্রিয়ভাবে মানবতার পাশে দাঁড়ানোই প্রকৃত মানুষ হওয়ার প্রমাণ।
অভিনয়ের পাশাপাশি জিতু সবসময় সামাজিক ও মানবিক মূল্যবোধ নিয়ে খোলাখুলি কথা বলেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্য করেছেন, ‘এমন অভিনেতাই আজকের সমাজে প্রেরণার আলো হয়ে উঠতে পারেন।’
বিনোদন মহলেও প্রশংসা হচ্ছে, কারণ এমন এক সময়ে তিনি মানুষ হওয়ার সংজ্ঞা নতুনভাবে তুলে ধরেছেন, যখন আত্মকেন্দ্রিকতার জোয়ারে মানবিকতা ক্রমেই হারিয়ে যাচ্ছে।
কেএন/এসএন