বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী ও অভিনেত্রী টুইঙ্কল খান্না তার নতুন টকশোতে পরকীয়া ও একাধিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন; যা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। সম্প্রতি তার শোয়ে সহ-সঞ্চালক কাজলের সঙ্গে আলাপচারিতায় নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
টুইঙ্কেল খান্না ও কাজলের সঞ্চালনায় এই টকশোটি বর্তমানে বলিউডের বিনোদন জগতে টক অফ দ্য টাউন। এর মধ্যে পরকীয়া নিয়ে টুইঙ্কেলের অকপট মতামতগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও স্বামী অক্ষয় কুমারের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে ওঠা বিতর্কে বরাবরের মতোই চুপ থেকেছেন।
সেই শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন পরিচালক ফারাহ খান ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সেখানে তরুণ প্রজন্মের প্রেম, পরকীয়া ও একাধিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। তরুণ প্রজন্মের প্রশংসা করে টুইঙ্কেল বলেন, ‘তাদের একটি বিষয় তার খুব ভালো লাগে; যা করে, তা সোজাসাপটাভাবে করে। সম্পর্কে থাকা বা সঙ্গী বদলে ফেলা, কোনো কিছুই তারা লুকিয়ে রাখে না।’
টুইঙ্কেলের এই মন্তব্যের পরই সামাজিকমাধ্যমে পুরোনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। নেটিজেনরা বরাবরের মতো তার স্বামী অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অতীতে ওঠা পরকীয়া সংক্রান্ত জল্পনার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। অতীতে অক্ষয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
তবে বিতর্ক আরও ছড়িয়ে পড়ার আগেই টুইঙ্কেল স্পষ্ট করে দেন যে তার এই মন্তব্য বা মতামত ব্যক্তিগত জীবনে প্রযোজ্য নয়। সমালোচকদের একাংশ মনে করছেন, সামাজিক মাধ্যমে অক্ষয়ের অতীত প্রসঙ্গ পুনরায় উঠে আসতেই টুইঙ্কেল দ্রুত নিজের ব্যক্তিগত জীবনকে এই বিতর্কের বাইরে রাখার চেষ্টা করেছেন।
এর আগে পরকীয়া প্রসঙ্গে টুইঙ্কেল বলেছিলেন, ‘যৌনতা একটা রাতের ঘটনা। মজা শেষ, গল্প শেষ। ওটা কখনই দীর্ঘ প্রেম হতে পারে না।’ তার সেই বক্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে ঝড় উঠেছিল, যেখানে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে অক্ষয় কুমার যদি এমনটা করেন, তাহলেও কি তার একই ধরনের মনোভাব থাকবে? সমস্ত বিতর্কের মধ্যেও অক্ষয়ের স্ত্রী চুপ থেকেছেন।
টিএম/এসএন