তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় প্রযোজক অল্লু আরাভিন্দ আবারও ফিরিয়ে আনতে যাচ্ছেন ব্লকবাস্টার ‘সরাইনোডু’-এর উত্তাপ। পরিকল্পনা চলছে এর সিক্যুয়েল ‘সরাইনোডু ২’-এর, যেখানে থাকবেন দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুন।
যদিও বর্তমানে অল্লু অর্জুন ব্যস্ত আছেন অ্যাটলির পরিচালনায় তাঁর নতুন প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র নিয়ে, তবু প্রযোজক আরাভিন্দ পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিচালক বোয়াপাটি শ্রীনুকে আবারও ফিরিয়ে আনতে—গীতা আর্টস ব্যানারের অধীনে।
তবে প্রকল্পটি এখনো নিশ্চিত নয়। জানা গেছে, বোয়াপাটি বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘আখণ্ডা ২’ নিয়ে ব্যস্ত, আর ‘সরাইনোডু ২’ নির্মাণ শুরু হবে কেবল তখনই যদি ‘আখণ্ডা ২’ বক্স অফিসে বিপুল সাফল্য পায়।
বোয়াপাটি ইতিমধ্যেই গীতা আর্টস থেকে অগ্রিম গ্রহণ করেছেন, যা সম্ভাবনার দরজা খুলে রেখেছে। অন্যদিকে, অল্লু অর্জুনও এই সিক্যুয়েলে ফিরতে আগ্রহী হলেও তাঁর সঙ্গে একাধিক বড় পরিচালকের কথাবার্তা চলছে।
সব কিছু ঠিকঠাক মিললে ২০২৬ সালের সংক্ৰান্তি উৎসবের আগেই ‘সরাইনোডু ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তেলেগু সিনেমার ভক্তদের জন্য এটি হবে এক বিশাল উদযাপন, কারণ এই কম্বিনেশনে মিলবে আবারও সেই পুরনো ম্যাস এনার্জির ছোঁয়া।
এসএন