ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এরপর শুরু হবে দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য বাংলাদেশ সময় শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে দল ঘোষণা করেছে কিউইরা। সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনের।
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ মিস করা ম্যাট হেনরি ফিরেছেন এই সিরিজে। এদিকে ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ব্লেয়ার টিকনার আবারও নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ড সিরিজ দারুণ পারফর্ম করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দেখা যাবে এই পেসারকে।
তবে ইংল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই দল থেকে জায়গা হারিয়েছেন উইলিয়ামসন।কিউইদের অধিনায়ক স্যান্টনার বল ও ব্যাট হাতে আছেন দারুণ ছন্দে।
এদিকে দলে জায়গা ধরে রেখেছেন মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফিরা। আগামী ১৬ নভেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ।
নিউজিল্যান্ড দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফক্স, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
এমআর/টিকে