হংকং সিক্সেসে নেপালের তরুণ পেসার রশিদ খান দেখালেন অসাধারণ বোলিং নৈপুণ্য। আফগানিস্তানের বিপক্ষে পুল-এ ম্যাচে মাত্র দুই ওভার বল করে ২৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে গড়েছেন দুইটি বিশাল রেকর্ড।
রশিদ ম্যাচে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হংকং সিক্সেসের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন। পাশাপাশি তার বোলিং ফিগার ৪/২৭ এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা।
প্রথম ওভারেই আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইবকে ফিরিয়ে দেন রশিদ। দ্বিতীয় ওভারে প্রথম বলটি ওয়াইড করলেও পরের তিন বলে সেদিকুল্লাহ পাচা, শরাফুদ্দিন আশরাফ ও ইজাজ আহমদ আহমদজাইকে আউট করে ইতিহাস রচনা করেন।
ওয়াইড বলটি না হলে তিনি টুর্নামেন্টের প্রথম চার বলে চার উইকেট নেওয়ার রেকর্ডও হাতে পেয়ে যেতেন এই পেসার। এর আগে শ্রীলঙ্কার থারিন্দু হাসাঙ্কা রত্নায়েকের ৪/৩৩ ছিল সেরা বোলিং রেকর্ড।
রশিদ সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছেন। নেপাল যদিও ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে ম্যাচটি জিততে পারেনি।
এবি/টিকে