২০২৩ সালে সংরক্ষিত কোটায় রাজউকের প্লট বরাদ্দ হয়েছিল ঢালিউড অভিনেতা আরিফিন শুভর নামে। তবে দেশের পট পরিবর্তনের পর শুভর নামে দেওয়া প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এ নিয়ে সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
এবার চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন শুভর নামে বরাদ্দ প্লটটি ফিরে দেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানালেন। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) মামুন তার ফেসবুকে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘অবিচার হয়েছে আমার বন্ধুর সাথে। আরিফিন শুভকে বন্ধু বলছি, কারণ ওর সাথে আমার স্মৃতিগুলো অনেক মধুর। বর্তমান গভমেন্ট কে দাবি জানাই ওর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।’
কথার সূত্র ধরে মামুন যোগ করেন, ‘ছেলেটা (আরিফিন শুভ) প্রচন্ড সৎ। শুভ তোমার সাথে আমি আছি। আমি তোমার মতো সৎ সাহসী মানুষ আমি জীবনে কম দেখেছি। নতুন কিছু হবে। তুমি এখন বলিউডের শিল্প।’
সংরক্ষিত কোটা ১৩/এ-ধারা অনুযায়ী, রাজউক এলাকায় নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা; এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তারা এ ধারায় প্লট পাবেন। এ ধারা অনুযায়ী, বোর্ড সভার সিদ্ধান্তে ২০২৩ সালের ২৭ নভেম্বর উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে শুভকে এ প্লট চূড়ান্ত বরাদ্দ দেয় রাজউক।