গায়িকা শ্রেয়া ঘোষাল আবারও জানালেন জীবনের প্রতি তাঁর গভীর দৃষ্টিভঙ্গি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক বার্তায় তিনি লিখেছেন, “কঠিন সময় এলে কিছুক্ষণ থেমে যাওয়া উচিত। মাত্র দশ মিনিট নিজের ভেতরে চিন্তাগুলোকে সাজাতে দিন, সবকিছু অনেক পরিষ্কার হয়ে যাবে।”
শ্রেয়া ঘোষালের এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। অনেকেই তাঁর কথায় নিজেদের জীবনের বাস্তবতা খুঁজে পেয়েছেন। কেউ লিখেছেন, “শ্রেয়া শুধু গানেই নয়, কথায়ও ছুঁয়ে যান মন।”
গান, পরিবার ও জীবনের নানা মুহূর্ত নিয়ে প্রায়ই ভক্তদের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেন শ্রেয়া ঘোষাল। তবে এবারের বার্তাটি ছিল অনেকটা আত্মমননের আহ্বান। জীবনের চাপ, ব্যস্ততা আর উদ্বেগের ভিড়ে কিছুক্ষণ নিজের ভেতরে তাকিয়ে দেখার পরামর্শ দিয়েছেন এই সংগীতশিল্পী।
ভারতের সংগীত জগতে দুই দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মন জয় করে চলা শ্রেয়া ঘোষাল বর্তমানে একাধিক নতুন গানের কাজেও ব্যস্ত। তবে ব্যস্ততার মাঝেও তিনি মনে করিয়ে দিচ্ছেন, মানুষের ভেতরের শান্তিই সবকিছুর মূল চাবিকাঠি।
আইকে/ টিএ