প্রাক্তন স্ত্রী সুজান খানের মায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান বলিউড অভিনেতা হৃতিক রোশন। সঙ্গে ছিলেন তার বর্তমান প্রেমিকা সাবা আজাদ। শুক্রবার মুম্বাইয়ে প্রয়াত হন সুজানের মা জারিন খান।
পরিবারের এই শোকের মুহূর্তে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ান হৃতিক। সাদা পোশাকে প্রেমিকা সাবাকে সঙ্গে নিয়ে হাজির হন প্রাক্তন শ্বশুর সঞ্জয় খানের বাসভবনে। শেষকৃত্যের সময় দুজনকে একসঙ্গে দেখা যায়; সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল।
হৃতিক ও সুজান বহু বছর আগে আলাদা হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। দুই সন্তানকে বড় করার বিষয়েও তারা একে অপরের পাশে আছেন। হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদের সঙ্গে সুজানেরও ভালো সম্পর্ক রয়েছে। প্রায়ই তারা একসঙ্গে পার্টি ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন।
সম্পর্কের এই পরিণত উদাহরণ বলিউডে নতুন নয়, তবে হৃতিক-সুজান-সাবা ত্রয়ীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এবারও দেখা গেল।
আইকে/ টিএ