গত চব্বিশ ঘণ্টায় বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে কৌশল পরিবার। শুক্রবার, ৭ নভেম্বর সকালে মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সকাল ৮টা ২৩ মিনিটে তাঁদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান। খবর ছড়াতেই শুভেচ্ছার বন্যায় ভাসছে এই তারকা দম্পতি। অনুরাগীদের মধ্যে এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু ‘বেবি কৌশল’- আর সেই কৌতূহল আরও বাড়িয়ে দিল এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী।

জ্যোতিষ মতে, রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে ‘বেবি কৌশল’। এই নক্ষত্র সমৃদ্ধির প্রতীক। রোহিনী নক্ষত্রজাতরা আকর্ষণীয় ব্যক্তিত্ব, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হন। শুধু তাই নয়, স্বাধীনচেতা মনোভাব এবং সৃজনশীলতার সুবাদেই এঁরা জনপ্রিয়তা লাভ করেন। এবং সত্যিবাদী হওয়ার সুবাদে উচিত কথা বলতেও পিছপা হন না রোহিনী নক্ষত্রজাতরা। মা এবং মাতুলালয়ের প্রতি টান বেশি থাকে এদের। এই নক্ষত্রে জন্মগ্রহণকারীদের শিল্পকলার প্রতি ঝোঁক বেশি থাকে। লেখালেখি, আঁকা, ফাইন আর্টস এবং যে কোনওরকম সৃজনশীল কাজকে পেশা হিসেবে বেছে নিলে জীবনে অনেক দূর এগোতে পারে। এমনকী, রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিরা খুব জনপ্রিয় হন, যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্মও এই নক্ষত্রে হয়েছিল বলে জানা যায়।
এবার ভিকি-ক্যাটরিনার সন্তানের জন্মছক কষে বলিউডের ‘সেলেব জ্যোতিষে’র ভবিষ্যদ্বাণী ফিল্মি পরিবারে জন্মগ্রহণ করায় এই পুত্রসন্তানও ভবিষ্যতে জনপ্রিয়তা লাভ করবে। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ দুজনেই বলিউডের প্রথম সারির তারকা। সেক্ষেত্রে ভবিষ্যতে তাঁদের সন্তানও সিনে-পেশাকে বেছে নিলে দারুণ জনপ্রিয়তা লাভ করবে। আর জন্মতারিখ দেখে তেমন যোগই দেখতে পাচ্ছেন জ্যোতিষী। আর নভেম্বর মাস বরাবরই কৌশল পরিবারের কাছে স্পেশাল। কারণ এমাসের ৩ তারিখই ভিকির মা বীণা কৌশলের জন্মদিন। অন্যদিকে সেলেবদম্পতদির দুজনের জন্যই শুভ সংখ্যা ৭। কারণ ক্যাটরিনার জন্ম ১৬ জুলাই আর ভিকির জন্ম ১৬ মে। সেক্ষেত্রে ১+৬= ৭, যা তাঁদের সংসারের খুদে সদস্যের জন্মতারিখ। তাই তারকা মা-বাবা ও সন্তান তিন জনেরই শুভ সংখ্যা ৭। অতঃপর এই সন্তান যে ভিকি-ক্যাটরিনার জীবনে কুশল মঙ্গল বয়ে নিয়ে আসবে, তেমনটাই ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর।
টিএম/টিএ