জীবনের দর্শন নিয়ে আবারও ভাবনার খোরাক দিলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আজ উঠলে কাল পড়তে হবে। গীতায় বলাই আছে, সুখ-দুঃখ চক্রের মতো ঘোরে। জীবন, সংসার তেমনই।” সংক্ষিপ্ত এই বাক্যের মধ্যেই যেন মিশে আছে জীবনের গভীর সত্য।
চলচ্চিত্র ও নাটকে সংবেদনশীল চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত সোহিনী বরাবরই নিজের ভাবনা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। কখনও সমাজ নিয়ে, কখনও জীবনদর্শন নিয়ে। এবারের পোস্টেও ফুটে উঠেছে তাঁর সেই চিন্তাশীল দিক। অনেকে মন্তব্য করেছেন, সোহিনীর লেখায় তারা খুঁজে পান আত্মপ্রেরণার বার্তা।
কাজের ব্যস্ততার পাশাপাশি নিজেকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। ঘনঘন প্রকাশ্যে না এলেও তাঁর প্রতিটি পোস্টেই দর্শকের নজর কাড়ে। জীবনের ওঠা-নামা নিয়ে এই পোস্ট যেন তাঁর ভক্তদেরও ভাবতে বাধ্য করছে-জীবন সত্যিই চক্রের মতো, কখনও সুখ, কখনও দুঃখ।
কেএন/টিএ