চরিত্রের প্রয়োজনে নিজেকে নানান লুকে হাজির হতে পছন্দ করেন শাকিব খান। যার প্রমাণ মেলে শাকিবের করা গত কয়েকটি সিনেমায়। এই মুহূর্তে নায়কের নতুন সিনেমা ‘সোলজার’র লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কিন্তু অনেকেই জানেন না শাকিবের এ গোঁফ আসল নাকি নকল! গোঁফের সে রহস্য নিজেই ফাঁস করেছেন শাকিব।
‘সোলজার’ সিনেমা নিয়ে নতুন তথ্য এ নায়কের কাছে জানতে চাইলে এ অভিনেতা বলেন, আমার গোঁফ নিয়ে অনেকেই একটি তথ্য জানেন না। আর সেটা হলো এ গোঁফটা কিন্তু আসল। ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই গোঁফ।
মজা করে শাকিব আরো বলেন, শুটিং শেষে যারা আমার মেকআপ রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও।
অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে, আরে এটা তো আসল। আমি তখন সত্যি মুহূর্তটা উপভোগ করি।
সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এ সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে তিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন।
এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয়ে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এ বি এম সুমনকে। আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা।
কেএন/টিএ