টেলিভিশনের জনপ্রিয় মুখ জীতু কমল অসুস্থতার কারণে কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। শুটিং ফ্লোর থেকে সরাসরি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, যখন হঠাৎ বুকে ব্যথা ও জ্বরে আক্রান্ত হন এই অভিনেতা। চিকিৎসকদের দ্রুত পদক্ষেপেই স্থিতিশীল হয় পরিস্থিতি। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানা গেছে।
জীতুর আপ্ত-সহায়ক জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিনেতা এখন বিশ্রামে থাকলেও মন পড়ে আছে শুটিং ফ্লোরেই। কারণ, একইসঙ্গে তিনি একটি সিনেমা এবং জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং করছিলেন। ধারাবাহিকটিতে চলছে আর্য ও অপর্ণার বিয়ের গুরুত্বপূর্ণ ট্র্যাক, আর তাই জীতুর অনুপস্থিতি সিরিয়ালের ইউনিটের জন্যও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতালে শুয়েই জীতু নিজের ভক্তদের উদ্দেশে এক পোস্টে লিখেছিলেন, “আমি কাজ দুটো খুব ভালোবাসি। মোহের মতো আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। খাওয়া-ঘুমের সময় ভুলে গিয়েছিলাম, সেটা আমার দোষ। আমার জন্য শুটিং বন্ধ থাকায় প্রযোজকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।” তাঁর এই কথায় প্রকাশ পেয়েছে কাজের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা।
শিল্পী হিসেবে তাঁর এই পেশাদার মনোভাবই বরাবর প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সহকর্মীদের কাছ থেকে। এখন অপেক্ষা শুধু জীতুর দ্রুত আরোগ্য ও আবারও ক্যামেরার সামনে ফিরে আসার। চিকিৎসকের অনুমতি মিললেই তিনি ফিরবেন নিজের প্রিয় কর্মক্ষেত্রে, এমনটাই আশা করছেন সকলেই।
আরপি/টিকে