পলিটিক্যাল থিমের কোর্টরুম ড্রামা ‘দ্য তাজ স্টোরি’ ধীরে ধীরে হলেও ধারাবাহিকভাবে বক্স অফিসে এগোচ্ছে। দ্বিতীয় শুক্রবার ছবিটি আয় করেছে ৭৫ লাখ টাকা, যা মুক্তির মাত্র আট দিনে মোট আয় ১১.২০ কোটি টাকায় পৌঁছে দিয়েছে। সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া জানালেও দর্শকের আগ্রহ ধরে রাখায় দিন প্রথমের তুলনায় মাত্র ৩০ শতাংশ হ্রাস হয়েছে—যা দ্বিতীয় সপ্তাহান্তের জন্য আশাব্যঞ্জক।
তুশার অমরিশ গোয়েল পরিচালিত ছবিতে পারেশ রাওয়ালের সঙ্গে অভিনয় করেছেন জাকির হুসাইন, অম্রুতা খানভিলকার, নমিত দাস ও স্নেহা ওয়াঘ। লক্ষ্যভিত্তিক, সম্ভবত সংস্থাপনমূলক প্রদর্শনের পাশাপাশি প্ররোচনামূলক বিষয়বস্তু ছবিকে দর্শক টানছে। ছবিটি এমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘HAQ’-এর সঙ্গে প্রতিযোগিতায় থাকলেও নিজস্ব জায়গা করে নিয়েছে।
যদি এই ধারা অব্যাহত থাকে, তবে ‘দ্য তাজ স্টোরি’ সম্ভবত ২০–২৫ কোটি টাকার মধ্যে থিয়েট্রিকাল রান শেষ করবে। এটি যদিও মোট আয় হিসেবে অতিরিক্ত বড় নয়, তবু রাজনৈতিক courtroom ড্রামার জন্য এটি যথেষ্ট সম্মানজনক এবং সুসংগঠিত সাফল্য বলা যেতে পারে।
এমকে/টিএ