টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরী সাম্প্রতিকভাবে মুক্তিপ্রাপ্ত প্রতীম ডি গুপ্ত পরিচালিত ‘রান্নাবাটি’ দেখে মুগ্ধ হয়ে কলম ধরেছেন। শুক্রবার প্রদর্শিত ছবিটি তার দর্শন শেষ হলেও বারো ঘণ্টা পরও তিনি সিনেমার মধুর ছাপ কাটিয়ে উঠতে পারেননি। এ নিয়ে তিনি রিভিউ লিখে প্রকাশ করেছেন নিজের প্রশংসা।
টোটার বক্তব্যে উঠে এসেছে পরিচালক প্রতীম ডি গুপ্তের খাদ্য ও চলচ্চিত্রের অসাধারণ সংমিশ্রণ। তিনি উল্লেখ করেছেন, “রান্নাবাটি ছবিতে রন্ধনশৈলীকে সম্পর্কের মূল সেতু হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত মুন্সিয়ানা সহকারে পরিবেশিত।” তিনি আরও বলেছেন, পরিচালক অতীতেও ‘মাছের ঝোল’ ছবিতে এই বিশেষ দক্ষতা প্রমাণ করেছেন।
ছবির অভিনেতাদের প্রশংসা করতে গিয়ে টোটা প্রতিটি চরিত্রের নাম উল্লেখ করেছেন। ঋত্বিক ও সোহিনীকে ‘সুমধুর সিম্ফনি’ হিসেবে আখ্যায়িত করেছেন, বরুণদা ও সায়নকে অনবদ্য হিসেবে উল্লেখ করেছেন। বিশেষভাবে তিনি কিশোরী ইদা’র অভিনয়কে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি তূর্য’র ক্যামেরা, সংলাপের এডিটিং, রণজয়ের সঙ্গীত ও আনন্দের প্রোডাকশন ডিজাইনকে ছবির মান বৃদ্ধির কারণ হিসেবে অভিহিত করেছেন।[
টোটা রায়চৌধুরী সবশেষে পরিচালক প্রতীম ডি গুপ্তকে কুর্নিশ জানিয়েছেন। বললেন, “ফাটায়ে দিসেন সাহেব।” তার মন্তব্যে স্পষ্ট, ‘রান্নাবাটি’ শুধুই একটি সিনেমা নয়, এটি খাদ্য ও সম্পর্কের জাদুকরী সমন্বয়, যা দর্শককে দীর্ঘক্ষণ মুগ্ধ রাখবে।
আরপি/টিকে