নিজেকে মানসিকভাবে শান্ত ও স্থির রাখতে হলে একদিনে তা অর্জন করা সম্ভব নয়, এমন বার্তা দিলেন সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী। তিনি বলেছেন, প্রতিদিন নিয়ম ও নিষ্ঠার সঙ্গে নিজেকে অনুশীলনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। ধৈর্য এবং নিয়মিত অভ্যাসই শেষ পর্যন্ত সফলতার পথপ্রদর্শক।
কৌশিকী আরও বলেন, “প্রতিদিন যদি তুমি এই অভ্যাস মেনে চলে, তাহলে একদিন সফলতা অবশ্যই তোমার হবে।” তাঁর এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে ধারাবাহিক প্রচেষ্টা ও মানসিক দৃঢ়তার গুরুত্ব। আধুনিক জীবনের ব্যস্ততায় মানুষ প্রায়ই দ্রুত ফলাফল চাইতে চায়, কিন্তু কৌশিকীর কথায় বোঝা যায়, সত্যিকারের শান্তি ও সফলতা আসে নিয়মিত অভ্যাসের মাধ্যমে।
শিল্পীর এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অনেকে লিখেছেন, এটি তাদের দৈনন্দিন জীবনের জন্য প্রেরণার উৎস। কৌশিকীর পরামর্শ অনুযায়ী ধৈর্য এবং অধ্যবসায়ই হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আরপি/টিকে