ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ধানের শীষের বিজয় মানেই উন্নয়ন। তাই ফরিদপুরের মানুষ পছন্দের প্রতীক হিসেবে ধানের শীষকেই বেছে নিতে চায়।
আজ শনিবার (৮ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার খলিলপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ফরিদপুর ধানের শীষের ঘাঁটি দাবি করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।
দলীয় নমিনেশন অনেকেই চেয়েছিল কিন্তু সবাই পাননি। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।
চৌধুরী নায়াব ইউসুফ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক বেশিসংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না। সবাইকে সুশৃঙ্খলভাবে ভোট প্রার্থনা করতে হবে।
যার যার এলাকায় দলের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করুন।
তিনি আরো বলেন, গত ১৫ বছর ধরে নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে ছিলাম। কখনোই তাদের থেকে পিছপা হইনি, দলের জন্য জেলেও গিয়েছি।
জনসংযোগকালে অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরপি/টিকে