বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, নির্বাচন নিয়ে একটা পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, নির্বাচন প্রলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছেন।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হাজারীবাগ থানার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় উৎসাহিত করার লক্ষ্যে বিএনপি ও অংগ সংগঠন এর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
গণসংযোগে মধ্যে ব্যারিস্টার অসীম সাংবাদিকদের বলেন, সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, বহুদিন পর জনগণ নির্বাচনী উৎসবে মেতে উঠেছেন। তাই কোনো পরাজিত শক্তি বা তাদের দোসররা নির্বাচন বানচালের সুযোগ পাবেন না ইনশাআল্লাহ।
একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ব্যর্থ হলে জাতি এ সরকারকে কখনো ক্ষমা করবে না। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ