হংকং সিক্স-এ-সাইড টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে মূল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও প্লেট সেমিফাইনালে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকাকে হারিয়ে প্লেট পর্বের ফাইনালে উঠেছে আকবর আলীর দল।
মং কংয়ের মিশন রোড মাঠে রোববার হংকং সিক্সেসের প্রথম প্লেট সেমিফাইনালে প্রোটিয়াদের ২৫ রানে হারিয়েছে লাল-সবুজ দল। টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। বড় লক্ষ্যে নেমে ১০৩ রানে থামে সাউথ আফ্রিকা।
ব্যাট হাতে ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান। ১৩ বলে ৮ ছক্কা ও এক চারে ৫৩ রান আসে তার ব্যাট থেকে। তার ফিফটি পেরোনো ইনিংসের সঙ্গে জিসান আলম ও মোসাদ্দেক হোসেন সৈকতের ২৪ ও ২৭ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
রান তাড়ায় নেমে প্রোটিয়াদের দুই ওপেনার জোরিখ ফন শালকউইক ও আবদুল্লাহ বায়োমির জুটিতে ২.৪ ওভারে আসে ৫৯ রান। ১০ বলে ৩৮ করে বায়োমি আউট হলে টিকে থাকতে পারেননি ৯ বলে ২৮ রান করা জোরিখও। বাকিদের কেউই আর দ্রুত রান তুলতে না পারলে শেষপর্যন্ত নির্ধারিত ৬ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০৩ রানে থামে সাউথ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও জিসান আলম। এছাড়া একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও আকবর আলী।
এবারের আসরে অংশ নিয়েছে মোট ১২টি দল। যেখানে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দলকে নিয়ে চলছে এই প্লেট পর্ব। অন্য সেমিফাইনালে হংকংয়ের কাছে ৫ উইকেটে হেরেছে আফগানিস্তান। প্লেট ফাইনালে রোববার দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং।
টিএম/টিকে