জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘সরকার একটা কাজ খুব ভালো পারে-সেটা বিবৃতি দিতে।
এটা দ্বারা কী বোঝাতে চায়? আপনি অ্যাকশন নেবেন, কারণ আপনি সরকার। কিন্তু যেকোনো কিছুতেই আপনি নিন্দা জানাচ্ছেন, উদ্বেগ জানাচ্ছেন, এগুলো খুব হাস্যকর। উপদেষ্টাদের পক্ষপাত, অমুক উপদেষ্টা অমুক দলের এসব কথাবার্তা আছে তার চেয়েও গভীর ইন ক্যাপাসিটি আছে এ সরকারের।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এসব কথা বলেন। সারোয়ার তুষার বলেন, ‘অন্তর্বর্তী সরকার কিন্তু তত্ত্বাবধক সরকার না। এটা তার চেয়ে বেশি কিছু। তত্ত্বাবধক সরকারগুলো অতীতে যে মাত্রার স্কিল দেখিয়েছে এই সরকারের ওইটা আছে কিনা এখন প্রশ্ন।
শাহাবুদ্দিন সরকার তিন মাসের মধ্যে একটা ইলেকশন দিয়েছিল। সংস্কারের ২৯টা টাস্ক ফোর্স প্রশাসনিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব তারা পরের সরকারের কাছে দিয়ে গিয়েছিল। সেই সরকার সেগুলো করে নাই সেটা অন্য। কিন্তু তিন মাসের মধ্যে এটা করেছে।
তুষার বলেন, ‘আমরা এই সরকারকে বললাম সময় নেন, কাজগুলো কমপ্লিট করেন। তাড়াহুড়া করার দরকার নেই। এখন পর্যন্ত তিন মাস আছে ইলেকশনের, এই শেষে এসেও কিন্তু কেমন যেন একটা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি।’
তুষার আরো বলেন, ‘এটা আমাদের সরকার ব্যাপারটা এরকম না। এটা বাংলাদেশের জনগণের সরকার। প্রথমে প্রধান উপদেষ্টা এসে বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। এই ছাত্র বলতে চার-পাঁচটা নাম মনে করলে হবে না। উনি ছাত্রসমাজ মানে যারা গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি, প্রধান স্ট্রাইকিং ফোর্স তাদের উদ্দেশ্য মিন করেছে।’
এসএস/টিকে