যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা। সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে নাম মুছে ফেলার একদিন পর দেশটিতে সফরে গেলেন তিনি।
আগামীকাল ১০ নভেম্বর তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সংবাদমাধ্যমটি বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা সরকারি বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে। সংস্থাটি জানায়, ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।
আল শারা আগামীকাল ১০ নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে তার এই সফরটি এমন সময় হচ্ছে যখন ওয়াশিংটন একদিন আগেই তাকে “সন্ত্রাসবাদের কালো তালিকা” থেকে বাদ দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, আল শারার সরকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিতে সাড়া দিচ্ছে। এর মধ্যে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহায়তা করা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূলের উদ্যোগ নেওয়ার মতো বিষয়ও রয়েছে।
পিগট আরও বলেন, “বাশার আল আসাদের পতন এবং আসাদ সরকারের অর্ধশতাব্দীর দমননীতি থেকে বেরিয়ে আসার পর সিরীয় নেতৃত্ব যে অগ্রগতি দেখিয়েছে, এই পদক্ষেপগুলো তারই স্বীকৃতি।”
আরপি/টিকে