দ্রুত জনসমর্থন কেন হারাচ্ছেন ট্রাম্প?

কমতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা। সরকারে দীর্ঘস্থায়ী শাটডাউন সেই সঙ্গে নিউইয়র্কসহ তিন অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর তার জনপ্রিয়তার হার অনেকটাই কমে গেছে। নিজ দল রিপাবলিকানদের পাশাপাশি সাধারণ জনগণের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প।
কমতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের জনপ্রিয়তা।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবর বলছে, নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং সুপ্রিম কোর্টের আপত্তিতে কিছুটা নড়বড়ে ট্রাম্পের ‘অগাধ’ কর্তৃত্ব। রাজনৈতিক, বিচারিক—দুই দিক থেকেই চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রচলিত নিয়ম-নীতি ভেঙে নিজের মতো দেশ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। বাণিজ্যযুদ্ধ, প্রশাসনিক রদবদল, বিশ্ববিদ্যালয়ে তহবিল কাটা, সব জায়গায় ছিল তার কর্তৃত্বের ছাপ। কিন্তু মাত্র দুই দিনে ট্রাম্পের সেই ‘অবাধ’ ক্ষমতার মূলে নড়াচড়া ফেলেছে রাজনৈতিক ও বিচারিক সিদ্ধান্ত।

সিএনএসের একক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে মেয়র পদে জোহরান মামদানির জয়, ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্র্যাট প্রার্থীদের সাফল্য, ট্রাম্প শিবিরে তৈরি করেছে অস্বস্তি। এই জয়ের মাধ্যমে ট্রাম্পবিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ট্রাম্পের দ্রুত সমর্থন হারানোর ইঙ্গিতও দেখা যাচ্ছে সাম্প্রতিক জরিপে। সিএনএন/এসআরএসএস জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তার হার ৩৭ শতাংশে নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এখন পর্যন্ত সর্বনিম্ন এবং প্রথম মেয়াদে সর্বকালের সর্বনিম্ন ৩৪ শতাংশের কাছাকাছি।

এই জরিপ মতে, ১৮-৩৪ বছর বয়সি আমেরিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ পয়েন্ট কমে ২৯ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৬৮ শতাংশ আমেরিকান মনে করেন, ‘দেশে পরিস্থিতি বেশ খারাপ/খুব খারাপ’। ৭২ শতাংশ উত্তরদাতা বর্তমান অর্থনৈতিক অবস্থাকে ‘খারাপ’ বলে অভিহিত করেছেন।

অর্ধেকেরও বেশি আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বৈদেশিক বা পররাষ্ট্রনীতি পরিচালনা ‘বিশ্বে আমেরিকার অবস্থানকে’ ক্ষতিগ্রস্ত করছে। পৃথক এক জরিপেও এক ধরনের তথ্য উঠে এসেছে।

নভেম্বরের শুরুতে নেয়া এবং গত শুক্রবার (৭ নভেম্বর) প্রকাশিত এমারসন কলেজের নতুন এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তার হার গত মাসে এই সংস্থার জরিপের তুলনায় ৪ শতাংশ কমেছে।

জরিপে দেখা যায়, ট্রাম্পের জনপ্রিয়তার হার ৪১ শতাংশে নেমে এসেছে। যাতে চলতি বছরের জানুয়ারিতে নেয়া জরিপের তুলনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন স্পষ্ট।

নির্বাচনের পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। বিচারকেরা জানতে চেয়েছেন, সংবিধান কি সত্যিই প্রেসিডেন্টকে এতটা স্বাধীনতা দেয় যে তিনি এককভাবে বাণিজ্যযুদ্ধ শুরু করতে পারেন? আদালতের এই অবস্থান ট্রাম্পের প্রশাসনিক আধিপত্যে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তিনি রাজা নন। তবে তার আগের মন্তব্যেই শোনা গেছে তিনি যা চান, তা করার অধিকার আছে। হয়তো সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারক বেশি থাকায় ট্রাম্প ভেবেছিলেন, তার হাতেই সব ক্ষমতা। কিন্তু এবার সেই আদালতই সীমা টানছে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতার ওপর।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি নিজেরাই গোল খেয়ে এখন বেদনা নিয়ে ঘুরছে : আখতার Nov 09, 2025
img
মুসলিম শ্রমিকদের জন্য নিজ বাড়িতে নামাজের জায়গা করে দিলেন কোরিয়ান তরুণ Nov 09, 2025
img
ময়মনসিংহে মনোনয়ন নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫০ Nov 09, 2025
img

আমরণ অনশন

তারেক রহমানকে দেখতে যাচ্ছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ Nov 09, 2025
img
দাদুর ‘অরণ্যের দিনরাত্রি’ বড়পর্দায় দেখে আবেগপ্রবণ হিয়া Nov 09, 2025
img
আচরণবিধি চূড়ান্ত হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে: ইসি সচিব Nov 09, 2025
img
‘কর্মসূচির টাকা’ আনতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা Nov 09, 2025
img
প্লট বরাদ্দে দুর্নীতি : পরিবারসহ হাসিনার বিরুদ্ধে আরও ১২ জনের সাক্ষ্য Nov 09, 2025
img
জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে তারা আগে গণভোট চায় : মির্জা ফখরুল Nov 09, 2025
img
ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই: প্রভা Nov 09, 2025
img
চট্টগ্রাম বন্দরের ৪১ শতাংশ বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট Nov 09, 2025
img
সংবিধানে গণভোটের বিধান নেই : জয়নুল আবেদীন Nov 09, 2025
img
ওজন নিয়ে প্রশ্ন তোলায় অভিনেত্রীর তোপের মুখে সাংবাদিক Nov 09, 2025
img
২১৭ কোটি টাকায় ভারত থেকে আসছে ৫০ টন চাল Nov 09, 2025
img
দুলকারের অভিনয়ে অভিভূত সামুথিরাকানি Nov 09, 2025
দেশের আইন এবং আদালতের উপর সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন আছে Nov 09, 2025
img
শেখ মেহেদী ও তানভীরকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়েলস Nov 09, 2025
১২ দিনেই স্থগিত কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক অপারেশন Nov 09, 2025
পিরোজপুর ১ আসনে বিএনপির মনোনয়ন বিলম্বে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া Nov 09, 2025
img
বড় দলে যোগ দিতে যাচ্ছেন হিরো আলম! Nov 09, 2025