বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে প্রতিষ্ঠিত বাকশাল ব্যবস্থা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দূর করেছিলেন। পরে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
রোববার (০৯ নভেম্বর) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার পূর্ববর্তী পথসভায় তিনি এ বক্তব্য দেন।
মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জনগণ কখনো প্রাণ উৎসর্গ করতে পিছপা হয়নি।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবার পিছু হটতে হয়েছে।’
পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।
এমআর/এসএন