গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রতিপক্ষ কিছুটা পিছিয়ে থাকা ফিজি। অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিতে যাদের বিপক্ষে আর্জেন্টিনার দরকার ছিল স্রেফ এক পয়েন্ট। এমন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়েই দিল আলবিসেলেস্তের কিশোররা।
কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে রোববার ফিজিকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাট্রিক করেছেন উরিয়েল ওহেদা; মাতো মার্তিনেজ করেন দুই গোল।
দোহার আসপায়ার একাডেমি মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে অফসাইডের কারণে গোল বাতিল হয় তাদের। একের পর এক আক্রমণে ফিজির রক্ষণে চাপ ধরে রাখে দিয়েগো প্লাসেন্তের দল।
১০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা, ওহেদার শট ফিরিয়ে দেন ফিজির গোলকিপার। ১৭ মিনিটে আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর মিডফিল্ডারই দলকে লিড এনে দেন। এরপর শুরু হয় গোলের বন্যা। মাতো মার্তিনেজ ৩০ ও ৪৪ মিনিটে দুটি গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
৫৭ ও ৮৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওহেদা। এরপর ৮৯ মিনিটে সান্তিয়াগো সিলভেইরা ও ৯০ মিনিটে সিমোন এসকোবারের গোল করলে ৭-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার কিশোররা।
তিন খেলায় ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান ধরে রেখে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েচে বেলজিয়াম।
এর আগে বেলজিয়ামকে ৩-২ ও তিউনিসিয়াকে ১-০ গোলে পরাজিত করেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা। টানা তিন পরাজয়ে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে ফিজি।
টিজে/এসএন