অক্টোবরে চীনের ভোক্তা মূল্য বেড়েছে, যা কয়েক মাস ধরে চলা স্থবিরতা এবং পতনের ধারার বিপরীত চিত্র। দেশটি বর্তমানে বেশ কিছু অর্থনৈতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে।
করোনা মহামারির পর শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার বজায় রাখতে হিমশিম খাচ্ছে বেইজিং। এই সংকটের কারণগুলোর মধ্যে রয়েছে— দেশটির বিশাল সম্পত্তি খাতে ঋণ সংকট, দীর্ঘস্থায়ী কম ভোগ এবং উচ্চ যুব বেকারত্বের হার।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, মূল্যস্ফীতির একটি মূল পরিমাপক ভোক্তা মূল্য সূচক গত মাসে বছরের একই সময়ের চেয়ে ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে, ভোক্তা মূল্য জুলাই মাসে স্থবির ছিল, এরপর টানা দুই মাস হ্রাস পায়।
যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য যুদ্ধ চীনের অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও তীব্র করেছে।
তবে, অক্টোবরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেন। এরপর বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির দেশ একটি সমঝোতায় পৌঁছায়।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আরও জানিয়েছে, অক্টোবরে ফ্যাক্টরি গেটের মূল্যও কমেছে, তবে তা আগের মাসের তুলনায় ছিল কম গতিতে।
পাইকারি বাজারে প্রবেশের আগের মূল্য পরিমাপক বা উৎপাদনকারী মূল্য সূচক আগের বছরের তুলনায় অক্টোবরে ২.১ শতাংশ কমেছে।
পিপিআই-এর পতন মানে হলো, যেসব কোম্পানি তীব্র মূল্য যুদ্ধে লিপ্ত তাদের জন্য মুনাফার মার্জিন আরও কমে যাওয়া, যা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সূত্র: এএফপি
আরপি/টিকে