বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট অশোক সাওয়ান্ত মারা গেছেন। রোববার তার মৃত্যু হয়। দীর্ঘ ২৭ বছরের এই সহযোগীকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা; সামাজিক মাধ্যমে দিয়েছেন একটি আবেগঘন পোস্ট।
অভিষেক বচ্চন জানান, তার অভিনয়জীবনের একেবারে প্রথম দিন থেকেই অশোক সাওয়ান্ত তার সঙ্গে ছিলেন। তিনি শুধু তার মেকআপ টিমের সদস্যই ছিলেন না, বরং পরিবারের অংশ হয়ে উঠেছিলেন।
অশোক সাওয়ান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘২৭ বছর ধরে অশোক দাদা ও আমি একসঙ্গে কাজ করেছি। প্রথম দিন থেকে উনি আমার মেকআপ করেছেন। শুধু আমার টিম নয়, আমার পরিবারের অংশ ছিলেন অশোক দাদা।’
অভিষেক আরও জানান, অশোক সাওয়ান্তের ভাই দীপক প্রায় ৫০ বছর ধরে তার বাবা অমিতাভ বচ্চনের প্রসাধন শিল্পী হিসেবে কাজ করেছেন।
অভিষেক উল্লেখ করেন, অশোক সাওয়ান্ত গত কয়েক বছর ধরে অসুস্থতার কারণে নিয়মিত সেটে আসতে পারতেন না। তা সত্ত্বেও অভিষেকের শুটিং থাকলে তিনি খোঁজ নিতেন।
পোস্টের শেষে অভিষেক লেখেন, ‘তোমাকে ছাড়া শুটিং সেটে যাওয়ার কথা ভেবেই মন ভেঙে যাচ্ছে। তোমার আত্মার শান্তি কামনা করি। আমাদের আবার দেখা হবে।’
টিজে/টিকে