এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। অভিনয় করেছেন অসংখ্য নাটকে। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’ দিয়ে রীতিমতো বাজিমাত করেছিলেন তাসনুভা তিশা। তবে এরপর অনেক কাজ করলেও সেভাবে আলো ছড়াতে পারেন নি অভিনেত্রী।
মাঝে কিছুদিন বিরতি কাটিয়ে আবারও ধারাবাহিকে ব্যস্ত হয়েছেন তাসনুভা তিশা। তার ভাষ্যে, সিঙ্গেল নাটকে তেমন ভালো গল্প পাচ্ছিলাম না। আর অন্য সময়ের চেয়ে এখন কাজের সংখ্যার অবস্থাও ভালো নয়। এবার যখন ধারাবাহিকের প্রস্তাব পেলাম মনে হলো, পারিবারিক গল্পের নাটকটিতে অভিনয় করা যায়। এটা দারুণ একটি গল্প।
‘আগস্ট ১৪’–এর পর সেভাবে নিজেকে ছাড়িয়ে যেতে না পারায় অনুশোচনা হয় না তিশার। তবে একটি কাজ ছেড়ে দেওয়ার জন্য খুব মন খারাপ হয় তার। এ প্রসঙ্গে তিনি বললেন, মন খারাপ হয় না।
পরে কিন্তু আমি আরও বেশ কিছু কাজ করেছি। এখনো নিয়মিত কাজ করেই যাচ্ছি। এখন ওটিটির ভালো কাজে আমাকে না ডাকলে তো কিছু করার নেই। আমি তো শুধু শুধু ওটিটিতে নাম লেখাব না। আমি চাই, আগস্ট ১৪কে ছাড়িয়ে যাবে, এমন কোনো কাজ। তবে ওটিটির একটা ঘটনা প্রায়ই আমার মন খারাপ করে দেয়, প্রায়ই অনুশোচনা হয়।
এরপর বললেন, শিহাব শাহীন ভাইয়ের সিন্ডিকেট ওয়েব সিরিজে আমার অভিনয় করার কথা ছিল। আমাকে ডেকেছিলেন; কিন্তু আমি সেই সময় না করে দিয়েছিলাম। এটা আমি নিজের সিদ্ধান্তে করিনি। তখন আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল। বিয়ে নিয়ে পারিবারিকভাবে সবাই একটা সিদ্ধান্তে এসেছিলাম। আমি জীবনে বহু কাজ ছেড়েছি; কিন্তু কোনো অনুশোচনা নেই। শুধু সিন্ডিকেট ছেড়ে দেওয়ায় মন খারাপ হয়। এটার জন্য আমি আফসোস করি।
আইকে/টিএ