চমকপ্রদ জনপ্রিয়তার ভিড়ে যেখানে বেশিরভাগ তারকাই নিজের ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত, সেখানে তামান্না ভাটিয়া হাঁটছেন একেবারে আলাদা পথে সত্যনিষ্ঠা, সাহস আর সৃজনশীল দ্বন্দ্বে ভর করে।
সম্প্রতি বাজার ইন্ডিয়াকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তাঁর অভিনয়ের দর্শন, জীবনের ভারসাম্য আর নিজের মতো করে বাঁচার পাঠ। তামান্নার কথায়, অভিনয় মানে কেবল নিজেকে তুলে ধরা নয়, বরং নিজের বাইরের এক জগতে প্রবেশ করা। তিনি বলেন, “একজন অভিনেতার আসল উদ্দেশ্য হলো এমন কিছু করা যা তুমি নিজে নও। কেবল নিজেকে নিয়েই চরিত্রে বাঁচা দুঃখজনক।” তাঁর কাছে অভিনয় এক ধরনের আবেগ ও কল্পনার অভিযাত্রা যেখানে বাস্তব জীবনের তামান্না হারিয়ে যান চরিত্রের গভীরে।
নিজেকে তিনি বলেন “অর্ধেক ধনু, অর্ধেক মকর” অর্থাৎ তাঁর জীবনে যেমন স্বতঃস্ফূর্ততা আছে, তেমনি আছে পরিকল্পনা ও পরিমিতি। এই দুই মিশ্রণই তিনি নাম দিয়েছেন “পরিকল্পিত বিশৃঙ্খলা”। হয়তো এই কারণেই তাঁর ক্যারিয়ারে দেখা যায় একদিকে বাণিজ্যিক ছবির ঝলক, অন্যদিকে সাহসী ও পরীক্ষা-নিরীক্ষাধর্মী চরিত্রের অনুসন্ধান।
তামান্না বিশ্বাস করেন, জীবন তখনই প্রাণবন্ত হয়, যখন কেউ নিজেকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে বাঁচতে শেখে। তাঁর মতে, “আমরা সবাই কোনো না কোনোভাবে চেষ্টা করে যাচ্ছি আর এটাই সবচেয়ে সুন্দর দিক।”
অভিনেত্রীর বার্তা ছিল স্পষ্ট গ্রহণযোগ্যতা কখনোই ভিড়ের সঙ্গে মিশে পাওয়া যায় না, বরং আসে নিজের সত্যিকারের সত্তাকে চিনে নেওয়ার মাধ্যমে। বাহুবলী থেকে শুরু করে সাম্প্রতিক ওয়েব সিরিজগুলোতে তাঁর যে রূপান্তর, তাতে একটাই বার্তা ফুটে ওঠে নিরাপদ পথে নয়, তামান্না বরং পা বাড়াতে ভালোবাসেন অজানা চরিত্রের ভেতর, যেখানে শিল্পই তাঁর একমাত্র পরিচয়।
এসএস/এসএন