নিজের জীবনের প্রতি গভীর বিশ্বাস ও আধ্যাত্মিক ভাবনার প্রকাশ ঘটালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমি আমার ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি, আমার ইচ্ছাতেই এই পৃথিবী থেকে চলে যাব। আমার সঙ্গে ঈশ্বর সব সময় রয়েছেন, এটা আমি প্রাণপণ বিশ্বাস করি।’’
অভিনেত্রীর এই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই পোস্টটিকে জীবনের গভীর দর্শনের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। কেউ বলছেন, ‘‘অপরাজিতা শুধু অভিনয়েই নয়, ভাবনায়ও অনন্য।’’
শিল্পীজীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া অপরাজিতা সবসময়ই নিজের শক্ত মনোভাবের জন্য পরিচিত। তাঁর এই পোস্টে যেন সেই দৃঢ়তা ও মানসিক শান্তিরই প্রতিফলন দেখা যাচ্ছে।
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, সম্প্রতি ব্যস্ত কাজের ফাঁকে তিনি আত্মবিশ্লেষণের সময় কাটাচ্ছেন। জীবনের প্রতি কৃতজ্ঞতা আর ঈশ্বরের প্রতি ভরসা তাঁকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।
অপরাজিতার এই বার্তা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তাঁর সাহসী মনোভাবকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, ‘‘এই কথাগুলো জীবনবোধের প্রতিচ্ছবি, যা সকলের মনে শক্তি জোগায়।’’
টিএম/এসএন