নেত্রকোনার পূর্বধলায় বিস্ফোরক মামলায় মো. তমিজ উদ্দিন (৫৬) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ধলামূলগাঁও এলাকার জামুদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তমিজ উদ্দিন উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এবং মৃত শেখ মসরব আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, ‘বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমকে/এসএন