জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে না। স্বতন্ত্র ভাবে নির্বাচনে যাবে, প্রথম থেকে আমরা বলছি। কেউ যদি সংস্কার পন্থী হয়ে আসতে চায়, বাংলাদেশকে বিশ্বাস করে, জুলাইকে বিশ্বাস করে, চাঁদাবাজকে না বলে, আমরা তাদেরকে নিবো।
সোমাবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে এনসিপির জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে বিএনপি। যারা তার আদর্শের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে নেয়া হবে। তবে ড. ইউনুছকে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে বলেও দাবি করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরিফ তালুকদারসহ আরো অনেকেই। সভার সভাপতিত্ব করেন, এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম।
সভার শুরুতে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে অংশ নেয় এনসিপির নেতাকর্মীরা।
ইউটি/টিএ