ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমটিকে এ–সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়। ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্পাদনা ও প্রচারের অভিযোগ ওঠায় বিবিসির শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগের পরই এই হুমকি দেয়া হলো।
ট্রাম্পের আইনি দল বিবিসিকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তথ্যচিত্রটি পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার করার জন্য। অন্যথায় ১ বিলিয়ন ডলার মামলার মুখোমুখি হতে হবে।
বিবিসিকে পাঠানো এক চিঠিতে, ট্রাম্পের আইনি দল ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচারিত ‘প্যানোরামা’ তথ্যচিত্রে থাকা মিথ্যা, মানহানিকর, অবমাননাকর, বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।
ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটোর লেখা এই চিঠিতে বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় দেয়া হয়েছে, তথ্যচিত্রটির পূর্ণ ও ন্যায্য প্রত্যাহার করতে সেইসঙ্গে ক্ষতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে। অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আইনি ব্যবস্থা গ্রহণের মুখোমুখি হতে হবে।
ট্রাম্পকে নিয়ে বিবিসির ওই তথ্যচিত্রের নাম প্যানোরামা। এতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যে মনে হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থককে বেপরোয়াভাবে উৎসাহিত করেছিলেন তিনি। এই তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ।
তবে আল জাজিরার মন্তব্যের অনুরোধের কোনো প্রতিক্রিয়া জানায়নি বিবিসি।
ট্রাম্প: আ সেকেন্ড চান্স? শিরোনামের এই তথ্যচিত্রটি (অভ্যন্তরীণভাবে) ফাঁস হওয়ার পর ট্রাম্পের মন্তব্য সম্পাদনা করার জন্য ব্যাপক সমালোচনা শুরু হয়।
প্যানোরমা তথ্যচিত্রে প্রচারিত ট্রাম্পের বক্তব্য কেন্দ্র করে বিবিসির ব্যাপক বিতর্কের মধ্যে দু’জন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সূত্র: আল জাজিরা
ইএ/টিকে