আওয়ামী লীগের ঢাকা অবরোধ কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
মঙ্গলবার (১১ নভেম্বর) সংগঠনটি জানিয়েছে, প্রশাসনের বিতর্কিত ভূমিকা ও চলমান নৈরাজ্যের প্রতিবাদে আগামী ১৩ নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ।
তিনি বলেন, খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, আসন্ন নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। ১৯৭২ সালের সংবিধানের আওতায় নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করার যে কোনো প্রচেষ্টা ছাত্রজনতা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসে প্রতিবেশী দেশ ভারতকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান জুলাই ঐক্যের নেতারা।
টিকে/