আজ ১১ নভেম্বর, সিঙ্গেলদের দিন বা ‘Singles’ Day’ (বিশ্বব্যাপী উদযাপিত), সিঙ্গেল বা একক জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য বিশেষভাবে উৎসর্গ করা একটি দিন। সাধারণত এই দিনটিকে একাকী মানুষের আনন্দের উৎসব হিসেবে দেখা হয়, কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটি আত্মচিন্তা ও আত্মমর্যাদা উপলব্ধিরও দিন।
চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে ১৯৯৩ সালে কয়েকজন অবিবাহিত ছাত্রের উদ্যোগে দিনটি প্রথম শুরু হয়েছিল, একাকিত্বকে নেতিবাচক নয় বরং ব্যক্তিগত বিকাশের প্রতীক হিসেবে দেখানোর লক্ষ্যে। জানলে অবাক হবেন, চীনে সিঙ্গেল ডে-কে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে, দিবসটিতে সরকারি ছুটি থাকে।
বর্তমানে সিঙ্গলস ডে কেবল হাস্যরস বা কেনাকাটার দিন নয়, বরং একাকিত্বকে নতুনভাবে বোঝার সুযোগ। যারা সম্পর্কের বাইরে রয়েছেন, তারা এই দিনটি নিজের মনের যত্ন নেওয়া, নতুন দক্ষতা শেখা, কিংবা নিজের জীবনের লক্ষ্য পুনর্নির্ধারণের মাধ্যমে উদযাপন করতে পারেন। আধুনিক সমাজে যেখানে ভালোবাসাকে প্রায়ই সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ করে দেখা হয়, সেখানে সিঙ্গলস ডে মনে করিয়ে দেয়—ভালোবাসা শুরু হয় নিজের ভেতর থেকেই।
একক জীবনযাপনকে উদযাপন করার জন্য সিঙ্গেলরা বন্ধু ও পরিবারে মিলিত হয়ে বিশেষ মুহূর্ত উপভোগ করছে। এই দিনে মন খুলে আনন্দ, মজা ও ছুটির অনুভূতি ভাগাভাগি করা হয়। ব্যাচেলররা নিজেদের স্বাধীনতা ও জীবনের ছোট ছোট সুখকে স্মরণ করছে।
আইআর/টিএ