চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের নিচে তৈরি করা সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদ। কিন্তু শেষরক্ষা হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অভিযানে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের ফারুকীপাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।
তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘খোকনকে গ্রেপ্তার করতে বেশ কিছুদিন ধরে পুলিশ নজরদারি করে আসছিল। মঙ্গলবার ভোরে খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পর পরই অভিযান শুরু করা হয়।
তবে পুরো ঘর দীর্ঘক্ষণ তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। ঘর থেকেও বের হয়নি। তাহলে গেল কোথায়—বিষয়টি আমাদের চিন্তিত করে। পরে বাড়িতে লাগানো কয়েকটি টাইলস মনে হলো কিছুটা আলগা। টাইলস সরাতেই দেখা মেলে মাটির নিচে এক সুড়ঙ্গ। যেখানে খোকন লুকিয়ে ছিল। দীর্ঘ ৪০ মিনিট অভিযান পরিচালনা করার পর তাকে ওই সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর খোকন নিজ বাড়িতে এ গোপন সুড়ঙ্গ কক্ষ তৈরি করেছিল। যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া যায়। স্থানীয়রা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান খোকন। তবে আত্মগোপনে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী কর্মকাণ্ডে সরব ছিল।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।