অভিনেত্রী হিসেবে যেমন দ্যুতি ছড়িয়েছেন, তেমনি গায়িকা হিসেবেও তার অর্জন কম নয়। তবে অনেক দিন ধরেই গানের খবরে পাওয়া যাচ্ছিল না প্রিয়াঙ্কা চোপড়াকে। দীর্ঘ বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন দেশি গার্ল।
জানা গেছে, ‘ক্রিসমাস কার্মা’ সিনেমাতে ‘লাস্ট ক্রিসমাস’ শিরোনামে একটি গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা।
এই সাউন্ডট্র্যাকের তালিকায় রয়েছেন আরও অনেক আন্তর্জাতিক তারকা। গ্যারি বার্লো, বিলি পোর্টার, নিতিন সাওনি, শ্যাজনে লুইস, পিক্সি লট এবং বয় জর্জ।
চিরচেনা ক্রিসমাস ক্লাসিক ‘লাস্ট ক্রিসমাস’র নতুন সংস্করণে প্রিয়াঙ্কা জাদুকরী কণ্ঠে একটি অনন্য দেশী ছোঁয়া যোগ করেছেন, বলে মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতা।
এই মিউজিক্যাল সিনেমাটি আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। এরপর ভারতে আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্পূর্ণ অ্যালবামটি সিনেমা মুক্তির দিনেই প্রকাশ পাবে।
প্রসঙ্গত, ‘লাস্ট ক্রিসমাস’ মূলত ১৯৮৪ সালে ব্রিটিশ পপ জুটি ওয়াহাম দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ছুটির গান হিসেবে বিবেচিত হয়।
গানটি লিখেছেন এবং রেকর্ড করেছেন প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেল।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়াকে সবশেষ দেখা গেছে ‘হেড অব স্টেটস’-এ। আগামীতে তাকে দেখা যাবে এসএস রাজামৌলির ‘গ্লোব ট্রটার’ সিনেমাতে। এখানে প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছেন মহেশ বাবু।
এসএন