আগেই জানা গিয়েছিল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারের সঙ্গে এবার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ঢাকায় তাসকিনের পাশাপাশি খেলবেন আরেক তারকা সাইফ হাসান। দুজনের সঙ্গেই আজ চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে দলটি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিব ইসলাম এবং অপারেশন ম্যানেজার কে এম আলী হোসেন রাজু।
সর্বশেষ আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন। কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। এবার এই ফ্র্যাঞ্চাইজিটি প্রতিযোগিতায় নেই। এ সুযোগেই তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা।
সর্বশেষ বিপিএলের যে দুটি দল এবার টিকে গেছে, তার একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ দেখা যায়নি। তবে এবার তাসকিন-সাইফদের মতো তারকাকে দলে ভিড়িয়ে চমক দিলো তারা।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। তার আগে চলতি মাসের ২১ তারিখ নিলাম অনুষ্ঠিত হবে।
টিএম/এসএন