এই সরকার এনজিও সরকার, অভিজ্ঞতা নেই : নিলোফার চৌধুরী মনি

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘বর্তমান সরকার অভিজ্ঞতাহীন এবং তাদের কার্যক্রম অনেকটা এনজিও ধাঁচের। রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালনে সরকারের অক্ষমতাই আজ দেশের রাজনৈতিক অস্থিরতার কারণ। অভিজ্ঞতা ও দায়িত্ববোধের ঘাটতি থাকায় সরকার বারবার নীতি ও সংস্কারে ব্যর্থ হচ্ছে।’

সম্প্রতি এক অনুষ্ঠানে নিলোফার চৌধুরী মনি এসব কথা বলেন। 

নিলোফার চৌধুরী মনি বলেন, ‘এই পৃথিবীতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকে তারা, যারা বয়সে ছোট এবং অভিজ্ঞতাহীন। কারণ তারা যেকোনো প্রশ্ন বা মন্তব্য করতে পারে, যার জবাব প্রায়ই দেওয়া সম্ভব হয় না। নতুন দল হওয়া বড় কথা নয়—যখন অভিজ্ঞ রাজনীতিবিদরা মিলে একটি দল গঠন করেন, সেটি ভিন্ন মাত্রা পায়। কিন্তু বর্তমানে যাদের রাজনৈতিক বা আন্দোলনের অভিজ্ঞতা সীমিত, তাদের দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। 

তিনি আরো বলেন, ‘বিপ্লবী ও রাষ্ট্রনায়ক এক ব্যক্তি হলে শেখ মুজিব অনেক আগেই সফল হতেন। তাই সবার বক্তব্যকে একভাবে ধরা যায় না। এখনো রাজনৈতিক টানাপড়েন শেষ হয়নি।’

বাংলাদেশের প্রেক্ষাপটে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘আমরা ভেবেছিলাম দীর্ঘ আন্দোলনের পর রাজনৈতিক নেতাদের কিছু শিক্ষা হয়েছে, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। আমি নিরপেক্ষভাবে বলছি, আমি যে দলকে সমর্থন করি তাদের অভিজ্ঞতা আছে—তবু রাষ্ট্র পরিচালনায় কিছু কাজ সহজ নয়।’

তিনি বলেন, ‘সংস্কার নিয়ে আলোচনায় বসার সময়ই বিএনপি জানিয়েছিল, এই প্রক্রিয়া অর্থহীন হয়ে পড়তে পারে। কারণ সব কিছু সবার সঙ্গে মিলবে—এমন নিশ্চয়তা কখনোই থাকে না। অংশগ্রহণকারীদের মধ্যে সমঝোতার মানসিকতা থাকা জরুরি, কিন্তু সেই মানসিকতা অনেকের মধ্যেই তৈরি হয়নি।’

বিএনপির এই নেত্রী অভিযোগ করেন, “আলোচনার মাঝপথে যখন একটি দল হঠাৎ নতুন শর্ত বা প্রস্তাব নিয়ে আসে, তখনই স্পষ্ট হয় যে তারা প্রকৃতপক্ষে নির্বাচনকে ব্যাহত করতে বা নিজেদের স্বার্থে প্রভাবিত করতে চাইছে। বিএনপি এবং সমমনা দলগুলো বিভিন্নভাবে এসব বাধা বা ‘এম্বারগো’ দূর করার চেষ্টা করেছে। এসব ব্যর্থতার পরও বিএনপি শুধু একটি সুষ্ঠু নির্বাচন ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে গণভোট প্রক্রিয়ায় অংশগ্রহণে রাজি হয়েছিল।”

নিলোফার মনি বলেন, ‘বিএনপি সব সময় সংস্কার ও গণতন্ত্রের পক্ষে থেকেছে। তারা চেয়েছিল একটি সুষ্ঠু নির্বাচন। কিন্তু সরকার যখন নিজেই পক্ষ হয়ে যায়, তখন আর ন্যায়বিচার আশা করা যায় না। সরকার একদিকে জুলাই সনদের যে কাগজে স্বাক্ষর নিল, অন্যদিকে দেখাইল কিন্তু আরেকটা। একটা বেচাকেনা করে আরেকটা দেখাইয়া দিল, এক ধরনের প্রতারণার আশ্রয় নিল।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার সংস্কারের দায় নিজে না নিয়ে তা রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিয়েছে। অথচ ৯ মাসেও সরকার সংস্কার কার্যকর করতে পারেনি। সরকারের অভিজ্ঞতার অভাবই আজকের রাজনৈতিক বিশৃঙ্খলার মূল কারণ।’

তিনি বলেন, ‘অভিজ্ঞতার একটা দাম আছে—সব কিছু কেনাবেচা করা যায়, কিন্তু অভিজ্ঞতা কেনাবেচা করা যায় না। বিএনপির অভিজ্ঞতা আছে, তাই তারা জানে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়। কিন্তু এই সরকারের অভিজ্ঞতা নেই। তারা আসলে এক ধরনের এনজিও সরকার, আর এনজিও ও প্রকৃত সরকার পরিচালনার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।’

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়েই পিআর সাক্ষাৎকার প্রচার হচ্ছে: প্রেস সচিব Nov 12, 2025
img
এই জীবনে একটাই সুখ, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া : অরিজিৎ সিং Nov 12, 2025
img
তারেক রহমান নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন: সালাহউদ্দিন Nov 12, 2025
img
কাজের প্রতি নিষ্ঠাই নায়িকার আসল পরিচয় : কোয়েল Nov 12, 2025
img
প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের প্রতিবাদ জানাল প্রেস ক্লাব অব ইন্ডিয়া Nov 12, 2025
img
নিখোঁজের ২ দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার Nov 12, 2025
পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন Nov 12, 2025
জামায়াত ভোটে ভয় পাচ্ছে: মির্জা ফখরুল Nov 12, 2025
“আমি যুদ্ধ পছন্দ করি, বিশৃঙ্খলা নয়” Nov 12, 2025
জুলাই ভিত্তিক আইনি সনদ চাই, তারপর জাতীয় নির্বাচন চাই:চরমোনাই পীর Nov 12, 2025
img
সম্পর্ককে গুরুত্ব দিতে অনুপম খেরের পরামর্শ Nov 12, 2025
পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে ২৪ ঘণ্টাই ব্যস্ত ইরানি মিসাইল কারাখানা Nov 12, 2025
img
জটিলতা থামছেই না তারেক রহমানের দেশে ফেরা নিয়ে Nov 12, 2025
দিনে বিএনপির বিরোধিতা করে রাতে নেতাদের বাসায় ধর্না দেয় Nov 12, 2025
৬০ ফুট উঁচু কলাগাছ, জায়ান্ট হাইল্যান্ড ব্যানানার বিস্ময় Nov 12, 2025
হামজা আশায় আমাদের দল আপ হয়েছে : রাকিব হোসেন Nov 11, 2025
সামাজিকমাধ্যমে নিজের বিয়ের কথা প্রকাশ করেছেন রশিদ খান Nov 11, 2025
img
৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জন নির্বাচিত Nov 11, 2025
ভাইরাল স্ক্রিনশটে বিভ্রান্তি, সালমানের মন্তব্য ভুয়া Nov 11, 2025
দ্য গার্লফ্রেন্ড প্রচারে ব্যস্ত রাশমিকা Nov 11, 2025