ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আবারও সঙ্গীতপ্রেমীদের মন ছুঁয়ে গেলেন তাঁর এক গভীর ভাবনা দিয়ে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বা আলোচনায় তিনি বলেন, “শারীরিক স্পর্শ ছাড়াই সঙ্গীত আপনাকে কাঁদাতে পারে। তাই সঙ্গীতের শক্তিকে অবমূল্যায়ন করো না।”
এই কথাগুলো যেন সঙ্গীতের প্রতি অরিজিতের ভক্তি ও দর্শনের প্রতিচ্ছবি। তাঁর মতে, সঙ্গীত এমন এক অদৃশ্য শক্তি যা মানুষের হৃদয়ে পৌঁছায়, ছোঁয়া ছাড়াই অনুভব জাগায়, আর কখনও কখনও অশ্রু এনে দেয় চোখে।
অরিজিৎ সিং বরাবরই গানকে শুধুমাত্র পেশা নয়, আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক অনুভূতি হিসেবে দেখেছেন। তাঁর গানে ভালোবাসা, বেদনা, হারিয়ে যাওয়া স্মৃতি-সবকিছুর এক অদ্ভুত মিশেল থাকে, যা শ্রোতাকে নিঃশব্দে নাড়িয়ে দেয়। তাঁর এই বক্তব্য যেন সেই অনুভূতিকেই আরও স্পষ্ট করে তোলে।
ভক্তরা বলছেন, “অরিজিৎ শুধু গান করেন না, তিনি আমাদের অনুভূতিগুলোকে ভাষা দেন।” আর তাই হয়তো তিনি বলতেই পারেন- স্পর্শ ছাড়াও সঙ্গীত কাঁদাতে পারে, কারণ সঙ্গীতই একমাত্র ভাষা যা হৃদয় বোঝে।
টিজে/টিএ