বিএনপির নামে কেউ লুটতরাজ করলে দলে রাখা হবে না : জয়নাল আবেদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, বিএনপির নামে যদি কেউ খুনখারাবি বা লুটতরাজ করে তাকে দলে রাখা হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধে জড়িত কোনো ব্যক্তিকে দলে জায়গা দেবেন না। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ফেনী-২ নির্বাচনী এলাকার সকল ইউনিয়ন-পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এ যৌথ সভার আয়োজন করা হয়। 

বিএনপি ক্ষমতায় এসে জনগণের অধিকার কায়েম করবে উল্লেখ করে জয়নাল আবেদিন বলেন, বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম অত্যাচারী, হিংসুক, খুনিদের বিচার ও জনগণের অধিকার কায়েম করবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ তৈরি ও গণতন্ত্রের অধিকার নিশ্চিত করা হবে। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। 

তিনি বলেন, এখন দায়িত্ব প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের সংগঠনকে গড়ে তোলা। অতীতে আমি অনেক ভুল করেছি, সেই পাকিস্তান আমল থেকে মহিলাদের পাত্তা দিতাম না। কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী নারী-পুরুষের অধিকার সমান। এখন আর সেইদিন নেই। নারীদের বুঝাতে ইতোমধ্যে একটি রাজনৈতিক সংগঠন ঘরে ঘরে যাওয়া শুরু করেছে। এজন্য আমাদেরও নারী সমাজকে সংগঠিত করতে হবে। ভোটকেন্দ্রে নিয়ে প্রথমে তাদের ভোটগ্রহণ করে তারপর নিজেরা ভোট দিতে হবে। এর মধ্য দিয়েই বিএনপি বড় ব্যবধানে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভিপি জয়নাল বলেন, ফেনী থেকে শুরু করে সারা দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনার নির্যাতন ও খুনখারাপির শিকার হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও নিজাম হাজারীর নেতৃত্বে ফেনীতে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে তারা। সেই হত্যাকাণ্ডের একদিন পরে তাকেও (নিজাম হাজারী) এ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এখন তারা ভারতে বসে আমাদের ক্ষতি করার চক্রান্ত করছে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সভায় প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, ধানের শীষের প্রার্থীর বিষয়ে কোনো আপস হবে না। দলের সিদ্ধান্ত মেনেই সকলকে কাজ করতে হবে। জেলার তিনটি আসনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করা সকলের দায়িত্ব।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এতে আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জহির উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ। 

এ সময় ফেনী সদর ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

টিজে/টিএ 


Share this news on:

সর্বশেষ

এনসিপির ভেতর ফাটল স্পষ্ট! Nov 12, 2025
img
সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে দক্ষ কর্মী পাঠিয়ে সহায়তা করবে বাংলাদেশ Nov 12, 2025
img
বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও বাজারে কমছে না পেঁয়াজের দাম Nov 12, 2025
img

মোস্তফা ফিরোজ

আওয়ামী লীগকে ঠেকাতে সরকারের কি গায়ে কাঁপন ধরেছে? Nov 12, 2025
img
গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Nov 12, 2025
img
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানি ২৫ নভেম্বর Nov 12, 2025
img
দিল্লিতে বিস্ফোরণ : হারিয়ানার মেডিক্যাল কলেজে ১২ দিন রাখা ছিল গাড়িটি Nov 12, 2025
img
আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস Nov 12, 2025
img
ফের মা হতে চলেছেন ইকরা আজিজ Nov 12, 2025
img
ঢাকায় পা রাখলেন ‘এহদ-এ-ওয়াফা’ খ্যাত আহাদ রাজা মীর Nov 12, 2025
img
মোহাম্মদপুরে ককটেলসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক Nov 12, 2025
img
স্পর্শ ছাড়াই সঙ্গীত কাঁদাতে পারে: অরিজিৎ সিং Nov 12, 2025
img
আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ Nov 12, 2025
img
‘কান্তা’-র ট্রেলারে কালো শাড়িতে ঝলমলে ভাগ্যশ্রী বোরসে Nov 12, 2025
img
আদালত নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে মহসিন রশিদের ব্যাখ্যা তলব Nov 12, 2025
img
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের Nov 12, 2025
img
আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে : জিৎ Nov 12, 2025
img
জীবনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার বার্তা দিলেন শুভশ্রী Nov 12, 2025
img
রাতের আঁধারে ঢাবির ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা Nov 12, 2025
img
‘বারাণসী’ না ‘সঞ্চারী’? এসএসএমবি ২৯-এর নাম নির্ধারণে বিভ্রান্তি Nov 12, 2025