ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর প্রসঙ্গ নিয়ে ফুটবল মহলে আলোচনা যেন থামছেই না। তবে এবার এই পর্তুগিজ তারকা নিজেই জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। সম্প্রতি এক ভিডিওতে রোনালদো নিশ্চিত করেছেন যে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপই হবে আন্তর্জাতিক ফুটবলে তার শেষ আসর। এরপরই তিনি দ্রুতই তার ২৫ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান।
৪১ বছর ছুঁইছুঁই রোনালদো জানিয়েছেন, তিনি বর্তমান মুহূর্তটি উপভোগ করছেন এবং নিজেকে দ্রুত ও তীক্ষ্ণ বোধ করছেন। তবে তিনি মজা করে বলেন,‘আমি সত্যিই দ্রুত অবসরে যাব...১০ বছরের মধ্যে! না, মজা করলাম। সম্ভবত এক বা দুই বছরের মধ্যে অবসর নেব...’
তবে, ২০২৬ সালের বিশ্বকাপ যে তার শেষ বিশ্বকাপ এইটা নিশ্চিত করেছেন তিনি নিজেই। রোনালদো বলেন,‘এটা নিশ্চিত, এটাই (২০২৬ ফিফা বিশ্বকাপ) হবে আমার শেষ বিশ্বকাপ।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো তার দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন, কেবল জেতা হয়নি বিশ্বকাপের ট্রফি। ২০২৬ সালের আসরে সেই আক্ষেপ পূরণ করে বিদায় নিতে চাইবেন তিনি।
এছাড়া, পেশাদার ফুটবল ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ৪৭ গোল দূরে আছেন রোনালদো, যা পূরণ করেই হয়তো ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানবেন সিআর সেভেন।
ইএ/এসএন